মানবিক সাহায্য মুসলিম ভাই বোনদের কাছে

আসসালামু আলাইকুম।মানবিক সাহায্য চাইলেন একজন মুসলিম মা তার সন্তানদের বাঁচাইতে। অভাগ করার বিষয় এই সরকারের আমলে মানুষ কতো অসহায়।
ছোটো ছোটো বাচাদের নিয়ে খুবই কষ্টের মধ্যে পরছি। আমরা ঋণগ্রস্ত। ঋণ থেকে বের হওয়ার মতো অবস্হাতে নাই।সবাই যদি একটু সামর্থ অনুযায়ী সাহায্য করতেন আমাদের খুবই উপকার হতো
খুবই নিরুপায় হয়ে বার বার পোস্ট গুলো করতেছি,বিভিন্ন সংগঠন বিভিন্ন যায়গায় যোগাযোগ করছি,কেউ একটু যাচাই করে উদ্যোগ নিবেন এ কাজ টুকু কেউ করতে রাজি হননি।তাই নিজে চেষ্টা করতেছি আল্লাহ ভরসা।যারা চেষ্টা করেন আল্লাহ তাদের সাহায্য করেন এটা বিশ্বাস করে পোস্ট গুলো করতেছি।আল্লাহর কোনো বান্ধার উছিলায় যদি সামান্য উপকার ও হয়।।
আমরা খুবই অপারগ হয়ে আল্লাহর উপর তাওক্কুল রেখে আপনাদের কাছে নিজের বাচ্চাগুলোর জন্য, মা বাবা বা সবার জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি
আল্লাহর কসম করে বলতেছি আমরা আর্থিক ভাবে খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি।
ঋণের জন্য সবার সাথেই সম্পর্ক নস্ট।নিজেরাও কোনো শান্তিতে নাই।দুবাই গিয়ে হাসব্যান্ড ঋণের মধ্যে পরে
সেখানে কোনো ভালো ব্যাবস্হা না হওয়ার কারনে ঋণ পরিশোধ করতে পারেনি,এখন বাচ্চাকাচ্চা সহ সবাই এতো কষ্টে পরছি আমরা।আল্লাহ আমাদের না খাওয়ায় রাখেননা।কিন্তু
সন্তানদের চাহিদা মতো একটু ভলো খাওয়ায়তে পারিনা।
অসুস্থ মা বাবা বা শ্বশুর শ্বাশুড়ি কাউকে একটু ভালোমন্দ খাওয়াবো বা দিব সেটাও হয়না।আমার হাসবেন্ড একা পাগলের মতো হয়ে পরছে।।
আল্লাহ হয়তো এসব কষ্টের মধ্যে দিয়ে আমাদের মাপ করবেন।পাওনাদাররা খুবই যন্ত্রণা করে, খুব চাপের মধ্যে রাখে

পরিবারটাকে একটু সাপোর্ট করতে আপনাদের কাছে আমাদের সমস্যা গুলোর কথা বলতেছি।
আল্লাহ চাইলে আপনাদের কাছ থেকেও সাহায্য আসতে পারে।
আল্লাহ উত্তম পরীকল্পনাকারী।
আল্লাহ চাইলে সবই হয়।দোয়া করার পাশাপাশি কাজ কাম সব কিছুর মধ্যে দিয়ে চেষ্টা করতেচি।যেহেতু ঋণগ্রস্ত অভাবীদের জন্য যাকাত/দান সাদকা আল্লাহ বিধান রাখছেন।
যারা তা আদাই করেন আল্লাহর সন্তুস্টির জন্য তারা আমাদের একটু সাহায্য করিয়েন।
আমাদের জন্য একটু খাস দীলে দোয়া করিয়েন।
আপনারা সবাই একটু আগায় আসলে আমাদের জীবনটা একটু সহজ হয়তো।একটু আমরা স্বস্হি পেতাম।
মুসলিম হিসেবে দাবী নিয়ে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি।
আল্লাহ তৌফিক দিলে আমাদের একটু সাহায্য করিয়েন
যোগাযোগ (বিকাশ/রকেট/নগদ)
01986427495

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *