অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পিস্তল হাতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
সোমবার (২২ মে) বিকেলে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।মিছিলটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। বাঁশখালী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়ক ঘুরে মিছিলটি শেষ হয়।
এ সময় মিছিলের ব্যানারের আগে পিস্তল হাতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে দেখা যায়।
বিক্ষোভ মিছিলের তিন মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি মোস্তাফিজুর রহমান নামে একটি ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।
সেই ভিডিওতে সংসদ সদস্যকে সবার সামনে থেকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় মোস্তাফিজুর রহমান চৌধুরীর হাতে একটি পিস্তল দেখা যায়।
সূত্র: সময় সংবাদ