মেয়ের হাতে নির্যাতিত রিকশাচালক বাবা, বাউফল থানায় জিডি করলেন শাজাহান
নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলে আব্দুল শাজাহান গাজী নামে এক সাধারণ রিকশাচালক নিজের মেয়ে ও জামাইয়ের নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে— ছোট মেয়ে ও জামাই বাবার কাছ থেকে জোরপূর্বক রিকশা ছিনিয়ে নিয়ে স্বর্ণের গহনা দাবি করেছে। এমনকি হুমকি দিয়েছে, গহনা না দিলে রিকশা বিক্রি করে গহনা তৈরি করা হবে।
দুই মেয়ে ও তিন ছেলের জনক শাজাহান গরিব মানুষ। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রিকশা চালিয়েই সংসার চালান তিনি। জীবিকার একমাত্র অবলম্বন রিকশা হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
এ ঘটনায় শাজাহান মিয়া বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শাজাহান মিয়া জানান, “আমি গরিব মানুষ, রিকশা ছাড়া আমার সংসার চলে না। অথচ নিজের সন্তানই আমাকে লাঞ্ছিত করেছে। আমি চাই আইন যেন ব্যবস্থা নেয়, যাতে আর কোনো বাবা সন্তানের হাতে নির্যাতিত না হয়।”
তিনি আরও অভিযোগ করেন, তার মেয়ে ও জামাই প্রায়ই তার কাছে টাকা দাবি করে। অভাবে পড়ে কখনো কখনো তিনি টাকা দেন, তখন কয়েকদিন শান্ত থাকে তারা। কিন্তু কিছুদিন পর আবারো শুরু হয় মানসিক নির্যাতন। এমনকি মেয়ে কটূক্তি করে বলে, “টাকা দিবা না কেন? মেয়ে জন্ম দিলা কেন?”
ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্তানদের কাছ থেকে এভাবে বাবার লাঞ্ছিত হওয়া সমাজের জন্য লজ্জাজনক। তারা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।