খেলার ডেস্ক: যুবরাজের বিদায়ের পর থেকেই ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গাটা নিয়ে ভুগছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডারের বিদায়ের পর থেকে একের পর এক ব্যাটারকে মিডল অর্ডারের এই গুরুত্বপূর্ণ জায়গায় খেলিয়েছে ম্যান ইন ব্লুর টিম ম্যানেজমেন্ট। কিন্তু থিতু হতে পারেনি কেউই। তাই ঘরের মাঠের বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সাবেক কোচ রবি শাস্ত্রী সমাধান দেখছেন বিরাট কোহলিতে।
দিন কয়েক আগে ভারতের অধিনায়ক যুবরাজ সিং আফসোসের সঙ্গে জানিয়েছিলেন, যুবরাজ সিংয়ের বিদায়ের পর থেকেই চার নম্বর পজিশনটায় আস্থার প্রতীক হতে পারেনি কোনো ভারতীয় ব্যাটার। ২০১৭ সালে সর্বশেষ জাতীয় দলে খেলা এই অলরাউন্ডারের অভাব এখনও পূরণ করতে পারেনি ভারত। তবে ভারতের সাবেক খেলোয়াড় ও কোচ রবি শাস্ত্রী মনে করেন, বিরাট কোহলিকে চার নম্বরে খেলালে সমাধান পেতে পারে ভারত।
২০১৯ সালের বিশ্বকাপেও চার নম্বর জায়গাটা নিয়ে ভুগেছে ভারত। এবার নিজের দেশের বিশ্বকাপের আগেও দুশ্চিনায় ঘুম হারাম অধিনায়ক রোহিত শর্মার।
বিশ্বকাপের বাকি নেই আর দুই মাসও, অথচ এখনও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েই যাচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে চার নম্বর পজিশনে ব্যাট করেছেন মোট তিনজন। প্রথম ওয়ানডেতে চার নম্বরে নামেন হার্দিক পান্ডিয়া। পরের দুই ম্যাচে যথাক্রমে অক্ষর প্যাটেল ও সঞ্জু স্যামসনকে নামিয়ে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া।
তাই রবি শাস্ত্রী এসব পরীক্ষা-নিরীক্ষা বাদ দিয়ে ভিন্ন সমাধান খুঁজেছেন। চার নম্বরে তার বাজি বিরাট কোহলি। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, কোহলিকে চার নম্বরে নামালেই ভারতের মিডল অর্ডারের এই গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান সম্ভব।
রবি শাস্ত্রীর কথার পক্ষেই সায় দিচ্ছে পরিসংখ্যান। এখন পর্যন্ত ২৭৫ ইনিংসে ব্যাট করা কোহলি ক্যারিয়ারে ৪২ বার ব্যাট করেছেন চার নম্বরে। এই ৪২ ইনিংসে ৫৫.২১ গড়ে ১৭৬৭ রান করেছেন কোহলি। সেঞ্চুরিও হাঁকিয়েছেন ৭টি। তবে কোহলির সেরাটা দেখা গেছে তার পছন্দের তিন নম্বর পজিশনেই। এই পজিশনে ২১০ ইনিংস ব্যাট করে ৬০.২১ গড়ে ১০ হাজার ৭৭৭ রান করেছেন কোহলি। করেছেন ৩৯টি সেঞ্চুরি।