নিজেস্ব প্রতিবেদকঃ রাজধানীর নাজিরা বাজার এলাকার হানিফ বিরানির পাশে ২টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে সংবাদ পায় ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ঘটনাস্থলে দ্রুত যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন তারা,ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ১১-২৭ মিনিটে আগুন লাগার খবর পান এবং প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌছায় ১১-৩৩ মিনিটে, নাজিরাবাজার হানিফ বিরিয়ানির পাশে ২টি দোকানে আগুন লাগার খবর নিশ্চিত হয় এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ শুরু করে এবং কর্তৃপক্ষ আমাদের জানান ১১-৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১১-৪০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের মিডিয়া উইং শাজাহান সরদার জীবন নিউজ ২৪.কম কে জানান , বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কোন হতাহত লোক পাওয়া যায়নি।আগুন লাগার ক্ষতির বিষয়ে তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ১০ লক্ষ টাকার মালামাল রক্ষা করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।