নিউজ ডেস্ক: রাজবাড়ীর সদর ও কালুখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টের আলাদা ঘটনায় এক যুবক ও এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মে) সকালে সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ ও কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিলনয়াবাদ গ্রামের মজের শেখের ছেলে বিজয় শেখ (১৮) ও কোমরপুর গ্রামের বাবু মণ্ডলের স্ত্রী শেফালী বেগম (৩২)
বিলনয়াবাদ গ্রামের ইউপি সদস্য মো. ফজলুল হক জানান, বিজয় রাজবাড়ী সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়তেন। সকাল ১১ টার দিকে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটর মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, কোমরপুর গ্রামের ইউপি সদস্য মো. আদম আলী মণ্ডল বলেন, সকাল ১১টার দিকে শেফালী বেগম গোসল করে এসে ভেজা হাত দিয়ে বৈদ্যুতিক সকেট থেকে টেলিভিশনের প্লাগ খুলতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শেফালীকে মৃত ঘোষণা করেন।