স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জের রুপগঞ্জ থানাধীন মাসাব মৌজায় ২৫ বছর পূর্বে ৬ শতাংশ জমি সাফ কবলা দলিল মূলে মালিক হন রোজিনা আক্তার। তিনি নামজারি ও খাজনা খারিজ সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। হঠাৎ কয়েক বছর আগে টুংগীপাড়া নিবাসী রূপগঞ্জ থানায় কর্মরত এস আই মোস্তাফিজুর রহমান অসৎ উদ্দেশ্যে তার স্ত্রী রোকেয়া রহমানের নামে ভুয়া দলিল সৃজন করিয়া রোজিনা আক্তারের জমিকে নিজের বলে দাবী করেন।
জমির প্রকৃত মালিক রোজিনা আক্তারের বিরুদ্ধে আদালতে মিস কেইস মামলা দায়ের করেন রোকেয়া রহমান। রোকেয়া রহমানের দলিল পত্রাদি ভুয়া বলে প্রমাণিত হলে আদালত মিস কেইস মামলাটি খারিজ করে দিয়ে রোজিনা আক্তারের আক্তারের পক্ষে রায় দেয়। একপর্যায়ে এস আই মোস্তাফিজুর রহমান ক্ষমতার দাপট দেখিয়ে রোজিনা আক্তারের জমি দখল করতে ব্যর্থ হলে এলাকার কয়েকজন ভূমি সন্ত্রাসীদের নামে জমি দেখাশোনা এবং মামলা- মোকাদ্দমা পরিচালনার ক্ষমতা অর্পণ করেন।
১৩ জুন/২৫ তারিখ উক্ত ভূমি সন্ত্রাসী গ্রুপটি রোজিনা আক্তারের নির্মিত ভাড়া দেয়া চারটি দোকান ভাঙচুর সহ দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনা রোজিনা আক্তার বাদী হয়ে ফাত্তার(৪৬), আসলাম(৫৫), সাত্তার (৫৫)ও রোকেয়া রহমানকে আসামি করে রূপগঞ্জ থান একটি মামলা দায়ের করে। যার মামার নম্বর ২৬৬২/(৩)/১
আসামিদের বিরুদ্ধে একাধিক জিডি ও মামলা থাকার পরেও জমির মালিক রোজিনা আক্তার কে হত্যার হুমকি দেয় আসামিরা।
এলাকা সূত্রে জানা গেছে- একজন কথিত সাংবাদিক ফাত্তার আলী সোহেলের ছত্র-ছায়ায় এ সকল কর্মকান্ড চালাচ্ছে সন্ত্রাসী গ্রুপটি। এদের গ্রেপ্তার সহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন রোজিনা আক্তার।