নিজস্ব প্রতিনিধি : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস, আশুলিয়া, ঢাকায় অনুষ্ঠিত হলো লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশ এর ২য় কেবিনেট মিটিং।
অদ্য ২৪/১১/২০২৩ তারিখ, শুক্রবার দিনব্যাপী এই মিটিং-এ উন্নত সেবার ব্রতে লায়নিজমকে আরো গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বেশ কয়েকটি যুগান্তরকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা অচিরেই বাস্তবায়ন করা হবে মর্মে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আহমাদ উজ্জামান এমজেএফ, ফাস্ট ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন মোঃ সফিউল আলম শামীম এমজেএফ এবং সেকেন্ড ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন মোঃ শাহাদাত হোসেন পিএমজেএফ তাঁদের সচেতন অভিব্যক্তি ব্যক্ত করে সংশ্লিষ্ট বিষয়ে সকল লায়ন নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।