নিজস্ব প্রতিনিধি : আজ ১৭ জুন ২০২৩ তারিখ বিকাল ৫টায় রাজধানীর ৩৪ , বিজয় নগরে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর জেলা গভর্নর বীরমুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল বাসেত এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর নতুন অফিস উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর ইলেক্ট জেলা গভর্নর আহমাদ উজ্জামান এমজেএফ, আইপিডিজি এটিএম নজরুল ইসলাম এমজেএফ, ২য় ভাইস গভর্নর লায়ন মোঃ শাহাদাত হোসেন পিএমজেএফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন শেখ কামাল, রিজন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন জাফর ইকবাল, রিজন চেয়ারপার্সন লায়ন নিয়ামতউল্লাহ বাবু, জেলা গভর্নর এর বোর্ড এ্যাডভাইজার ও ঢাকা হ্যাভেন এর চার্টাট প্রেসিডেন্ট লায়ন ড. আলমগীর হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন আবুল হোসেন, লায়ন সেলিনা আক্তার, লায়ন সরোয়ার মোর্শেদ নান্নু, লায়ন মোঃ মনিরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
ঢাকা হ্যাভেন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট ও জেলার জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আবুল হাশেম, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আলাউদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর প্রেসিডেন্ট লায়ন মোঃ মাসুম আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর সাবেক প্রেসিডেন্ট ও ডিষ্ট্রিক রিজন চেয়ারপার্সন লায়ন হামিদুল আলম সখা। অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আনজুমান আরা শিমুল, মহুয়া লিপি,জাফর ইকবাল ও আলাউদ্দিন সরকার।