স্টাফ রিপোর্টার : লায়ন্স ক্লব অব ঢাকা হ্যাভেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ২১ অক্টোবর, ২০২৩ইং দিনব্যাপী লিবার্টি স্কুল এন্ড কলেজ (১৫৯৯ ত্রিমোহনী বাসস্ট্যান্ড, নন্দীপাড়া মেরাদিয়া, খিলগাঁও ঢাকা-১২১৯) তে অসহায় দুস্থ্য মানুষের মাঝে বিনা মূল্যে সার্বিক চোখের চিকিৎসা (চোখের ছানি অপারেশন, ঔষধ ও চশমা বিতরণ) প্রদান করা হয়েছে। উক্ত বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমে সুবিধাবঞ্চিত প্রায় ৪০০ নারী-পুরুষ চক্ষুসেবা গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর মাননীয় ডিষ্ট্রিক সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহাদাত হোসেন পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিষ্ট্রিক হেড কোয়াটার লায়ন জাফর ইকবাল, সিনিয়র রিজিন চেয়ার পার্সন নেয়ামত উল্লাহ্ বাবু, রিজন চেয়ারপার্সন লায়ন হামিদুল আলম সখা, রিজন চেয়ারপার্সন লায়ন মোঃ আবুল হাশেম, লিবার্টি স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল আশরাফুল আজম খান, লায়ন্স ক্লব অব ঢাকা হ্যাভেন এর ভাইস প্রেসিডেন্ট আঞ্জুমান আরা শিমুল ও ট্রেজারার হালিমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ডিষ্ট্রিক সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহাদাত হোসেন পিএমজেএফ বলেন, চোখ একটি জটিল সংবেদনশীল অঙ্গ, এবং আমাদের দৃষ্টি আমাদের কাছে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদগুলির মধ্যে একটি তাই আমাদের চোখের যত্ন নিতে হবে। বেশিরভাগ মানুষকেই চোখের যত্ন নিতে অবহেলা করতে দেখা যায়। আমরা আমাদের লায়ন্স ক্লাব এর মাধ্যমে মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদানসহ জনসচেতনামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছি।
ধারাবাহিকভাবে এই কার্যক্রম আরো বৃদ্ধি করতে আমরা সচেষ্ট। লায়ন্স ক্লাব এর মাধ্যমে দেশের প্রতিটি অসহায় দুস্থ্য মানুষ চক্ষু সেবা পাবে এমন আশাবাদ ব্যক্ত করে লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেনের প্রেসিডেন্ট লায়ন মাসুম আহমেদ তার বক্তব্যে বলেন, চোখের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সমাজের অনেক মানুষ চিকিৎসা গ্রহণ করতে পারেন না। আমরা তাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য সব সময় সচেষ্ট আছি। কার্যক্রমটি সার্বিক সহযোগীতায় ছিলেন লায়ন এস. এম. কুদ্দুস মিয়া, লায়ন মনসুর রহমান। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেনের প্রেসিডেন্ট লায়ন মাসুম আহমেদ। এর আগে প্রধান অতিথি ডিষ্ট্রিক সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহাদাত হোসেন পিএমজেএফ ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন লিবার্টি স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল প্রিন্সিপাল আশরাফুল আজম খান।