লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর উদ্দ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: অদ্য ২৭ জানুয়ারি ২০২৪ইং তারিখে লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর উদ্দ্যোগে নিজস্ব কার্যালয়ে আর্তমানবতার সেবায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক হেডকোয়ার্টার ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর সাবেক সেক্রেটারী লায়ন জাফর ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর এ্যাডভাইজার লায়ন এস. এম. কুদ্দুছ মিয়া, রিজন চেয়ারপারসন লায়ন হামিদুল আলম সখা, রিজন চেয়ারপারসন লায়ন মোঃ আবুল হাশেম, ভাইস প্রেসিডেন্ট লায়ন ছামিদা ইয়াসমিন কান্তা, ভাইস প্রেসিডেন্ট লায়ন মহুয়া লিপি, সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার আল আমিন।

উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর প্রেসিডেন্ট লায়ন মাসুম আহমেদ। উক্ত অনুষ্ঠানে প্রায় ২৫০জন অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *