শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাতে মশাল মিছিল করেছেন

নিউজ ডেস্ক:  শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মুখে মাস্ক পরে রাতের আধারে মশাল মিছিল করেছেন। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার চিকন্দি এলাকায় মিছিলটি বের হয়। পরে রোববার (২০ এপ্রিল) সকালে অনেকটা চুপিসারে একটি স্মারকলিপি দেয় দলটির নেতারা।

মিছিলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে মশাল হাতে ও মুখে মাস্ক পড়ে স্লোগান দিতে দেখা যায়।

ঘটনার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রতিক্রিয়া জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির তার ফেসবুক পেইজে লিখেছেন, যারা এখনও পতিত খুনিদের পক্ষে স্লোগান দিয়ে শরীয়তপুরকে অস্থির করতে চায়, তাদের সাবধান করে দিচ্ছি। শেকড় যত গভীরেই হোক উপড়ে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অপরদিকে, রোববার (২০ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসক দফতরের নিচতলায় যান। সেখানে খুব অল্প সময়ের মধ্যে তথ্যসেবা কেন্দ্রে একটি স্মারকলিপি দিয়ে সটকে পড়েন।

শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন মশাল মিছিলের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় রুবেল নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *