আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ আখ্যায়িত করার পর বেইজিং চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, তারা (চীন-জার্মানি) প্রধান বাণিজ্য অংশীদার। কিন্তু সম্প্রতি বার্লিন-বেইজিং সম্পর্কের অবনতি ঘটেছে কারণ জার্মান সরকারের কেউ কেউ মানবাধিকার থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত বিভিন্ন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরকালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেয়ারবক শি জিনপিংকে ‘স্বৈরাশাসক’ বলে মন্তব্য করেন।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুতিন যদি এই যুদ্ধে জয়ী হন, তাহলে চীনের প্রেসিডেন্টের শি’র মতো বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের জন্য তা কী নির্দশন হবে? তাই ইউক্রেনকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে।’