অনলাইন ডেস্ক : দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, তাই তো বিএনপি আন্দোলনের নামে সহিংসতায় লিপ্ত। কারণ বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। তাই নানা ষড়যন্ত্র করে দেশেকে অস্থিতিশীল করে তুলছে। বিএনপির দেশি বিদেশী ষড়যন্ত্রকারীদের জন্য দেশের মানুষ নানা সমস্যার সমুখিন হচ্ছে। এটা মানুষ বুঝে। তাই বিএনপিকে মানুষ আর চায় না। গণতান্ত্রিকভাবে আগামীর নির্বাচন সুষ্ঠু ও সফল হবেই। তাই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহাড়ি-বাঙালীর শান্তি সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রবিবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট চত্বরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্য মন্ত্রণালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে এতে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরসহ জেলা উপজেলার তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন অতিথিরা। তৃণমূল প্রতিনিধি সম্মেলনে রাঙামাটি জেলা উপজেলার ৫টি ইউনিয়নের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।