সমাবেশের অনুমতি না পেয়ে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক: এবারও সমাবেশের অনুমতি পেল না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাই রাজধানীর বায়তুল মোকাররমে পূর্বঘোষিত আজকের সমাবেশের কর্মসূচি স্থগিত করে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। আসছে রোববার (৬ আগস্ট) সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে তারা।

শুক্রবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।


সমাবেশের অনুমতি না পেয়ে পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের সংবিধান বলেছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। সংবিধানের ৩৭ ধারায় সুস্পষ্টভাবে সভা-সমাবেশ করার অধিকার দেয়া হয়েছে। কিন্তু  প্রশাসন বারবার আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে। সরকারি দল যখন তখন অনুমতি ছাড়া সভা-সমাবেশ করবে, আর আমাদের বেলায় অনুমতি লাগবে? এ দ্বৈত নীতি কেন? আমরা তীব্র ভাষায় এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে।’

‘আজকের সমাবেশ বাস্তবায়নে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আমরা বারবার বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। কিন্তু প্রশাসন সহযোগিতার পরিবর্তে একটি সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে। তাই আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কর্মসূচি স্থগিত করছি।’

এর প্রতিবাদে রোববার (৬ আগস্ট) সব বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এ কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
গত এক সপ্তাহে রাজধানীসহ সারা দেশে জামায়াতের আট শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করার ঘটনার নিন্দা জানান সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, পুলিশ জামায়াত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর এসব কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার পরিপন্থি।

এর আগে সংবাদ সম্মেলনে শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াত। তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম-ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ। অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে একটি আবেদনও করেছিল জামায়াতের প্রতিনিধিরা। কিন্তু ‘আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কায়’ পুলিশ আজকের সমাবেশের অনুমতি দেয়নি।

আগেও একই দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছিল জামায়াত। তখনও পুলিশের অনুমতি চেয়েছিল। কিন্তু ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্পষ্ট জানিয়ে দেন, জামায়তকে বিক্ষোভ-সমাবেশের অনুমতি দেয়া হবে না।

ফলে তারা সমাবেশ করতে না পেরে আজকের নতুন দিন ধার্য করেছিল। কিন্তু এদিনও অনুমতি এপল না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *