নিজস্ব প্রতিনিধি : গতকাল ৬ নভেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫টায় মহান মুক্তিযুদ্ধের গবেষণামূলক সংগঠন ” সহযোদ্ধা একাত্তর” আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি খান নজরুল ইসলাম হান্নান এর সভাপতিত্বে সংগঠনের মতিঝিল অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা এর সন্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান, সংগঠনের সহ-সভাপতি কবি চৌধুরী নূরুল হুদা, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামীলীগ এর শিল্প বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য লায়ন মোঃ কেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক,দপ্তর সম্পাদক লায়ন মোঃ আবুল হাশেম, সাবেক ছাত্রনেতা মোঃ আনিসুর রহমান প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা বলেন, আগামি স্বাধীনতা দিবসে ১০০ বীরমুক্তিযোদ্ধাদের প্রামাণ্য চিত্র সারা বাংলাদেশে প্রচার করবো। আগামি মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা, সহযোদ্ধাদের লেখা নিয়ে প্রকাশিত হবে স্মরণিকা।
নেতৃবৃন্দ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর এর খুনীদের বিচার হয়েছে।যারা বিদেশে পলাতক রয়েছে তাদের দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করে দেশকে অভিশাপ মুক্ত করতে হবে।