নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ের আল হায়াত আবাসিক হোটেল এখন আর কেবল আবাসিক হোটেল নয়, সেটি রূপ নিয়েছে পতিতালয়ে। অভিযোগ রয়েছে, এখানে প্রকাশ্যে চলছে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের অবাধ মেলামেশা, পাশাপাশি মাদক ব্যবসায়ীদের আড্ডা ও কেনাবেচা।
স্থানীয় সচেতন মহল বলছেন, এভাবে চলতে থাকলে একসময় রাজধানীর প্রায় সব আবাসিক হোটেল দেহ ব্যবসা ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণে চলে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর দমন কার্যক্রম না বাড়ালে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
আল হায়াত হোটেলে অবস্থান করা এক ব্যক্তি বলেন, “আমি ডাক্তার দেখাতে ঢাকা এসেছিলাম। কিন্তু জানতাম না এই হোটেলে এমন অনৈতিক কার্যক্রম চলছে।”
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে এক সাংবাদিক হোটেলের ভেতরে ভিডিও ধারণ করার সময় মালিক সবুজ ও তার সহযোগীদের দ্বারা বাধার সম্মুখীন হন। পরে ঘটনাটি সাংবাদিক মহলে জানাজানি হলে কয়েকজন সাংবাদিক তাকে উদ্ধারের জন্য আল হায়াত হোটেলে ছুটে যান। তবুও মালিক সবুজের প্রভাব ও দাপটের কারণে তাদেরও সমস্যায় পড়তে হয়।
এলাকাবাসী অভিযোগ করেছেন, সবুজ নামে এই ব্যক্তি দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের প্রশ্ন—“এর শেষ কোথায় পর্ব ১