সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, গভীর রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে চালানো ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। এছাড়াও শহরটির অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
 
সিরিয়ার সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে, ‘রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে দেশটির দখল করা গোলান মালভূমির দিক থেকে আকাশপথে আগ্রাসন চালায় ইসরাইল। ওই হামলায় দামেস্ক শহরের আশপাশের কিছু পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’
অবশ্য সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশকিছু ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে এবং গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে ওই সূত্র।
 
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এ দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *