অপরাধ সময় ঃ- হজ্জ এর মূল খরচ, ২০০০ রিয়াল সাথে বাড়ি ভাড়া ৫০০ রিয়াল এবং বিমান ভাড়া ৫০ হাজার টাকা, কোরবানি ৮০০ রিয়াল, সব মিলিয়ে ২০০০০০ লাখ টাকার করা সম্ভব। কোন এজেন্ট থাকতে পারবে না। এজেন্ট থাকা মানে দালালদের দৌরাত্ম্যে। ৬ মাস আগে ১ লাখ ৫০০০০ হাজার হজ্জ পালন কারিদের জন্য বিমান ও বাড়ি ভাড়া আয়োজন সরকার করতে পারে। সাধারণ মানুষ এই পবিত্র কাজ করতে কোন কার্পন্য করবেনা। আপনাদের মতামত থাকলে আমি এই টাকার মধ্যে হজ্জ করাতে সক্ষম। সরকারের অধীনে সব হাজিদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। আপনাদের মধ্যে কোন লোক পারলে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার এই লেখা এবং বিস্তারিত বিবরণ তুলে ধরবেন।