হাথুরুসিংহের নজর এশিয়া কাপে

খেলাধুলা :টেস্ট ক্রিকেটের ব্যস্ততা চললেও চান্ডিকা হাথুরুসিংহের সব মনোযোগ আসন্ন এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপকে ঘিরে। ইতোমধ্যে দলকে নিয়ে রোডম্যাপ সাজানোর কাজ শুরু করে দিয়েছেন টাইগার কোচ।

শুক্রবার (১৬ জুন) বাংলাদেশ দলের দুই নির্বাচকের উপস্থিতিতে ১৭ ক্রিকেটারকে নিয়ে অ্যাকাডেমি মাঠে চলে পুরোদস্তুর প্রস্তুতি। দেখে মনে হওয়ার সুযোগ নেই তার পাশেই হোম অব ক্রিকেটে চলছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট সিরিজ।

প্রস্তুতিতে দেখা যায় চোটে ছিটকে যাওয়া তামিম ইকবালকে। সঙ্গে ছিলেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকতরাও। জেমি সিডন্সের সান্নিধ্যে কেবল ব্যাটিং নয়, ফিল্ডিং প্রস্তুতিতেও বাড়তি গুরুত্ব টিম ম্যানেজমেন্টের।

আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন অন্য ফরম্যাটের ক্রিকেটারদের নিয়ে কোচিং স্টাফদের এমন তৎপরতা দেশের ক্রিকেটে এর আগে দেখা গেছে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে নতুন বাংলাদেশকে নিয়ে সে চিত্রটিই সম্ভব করে দেখিয়েছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। 

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা এশিয়া কাপের রোডম্যাপ শুরু করে দিয়েছি। বাংলাদেশের ক্রিকেট নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে। আমাদের সামনে এমন কিছু করার সুযোগ রয়েছে যা বাংলাদেশ আগে কখনোই করতে পারেনি। অন্য দলগুলোও প্রস্তুতি নিচ্ছে, তবে আমাদের নিয়ন্ত্রণে যা আছে আমরা তা করার চেষ্টা করবো।’

বাংলাদেশে নিজের প্রথম দফায়, তাসকিন, মিরাজ, লিটন কিংবা শান্তদের মতো ক্রিকেটারদের অভিষেক করিয়েছিলেন হাথুরুসিংহে। ৫ বছর আগে যাদের ভেতর সম্ভাবনা দেখেছিলেন বর্তমান সময়ে তারাই দলের অন্যতম পারফর্মারে পরিণত হয়েছেন। কোচ হিসেবে এগুলোই বড় সন্তুষ্টির জায়গা বলে মনে করেন হাথুরু।

হাথুরুসিংহে বলেন, ‘এটি খুবই সন্তোষজনক। আপনি যখন কাউকে অভিষেক করানোর ব্যাপারে ভাবছেন, তখন আপনার ওই ক্রিকেটার সম্পর্কে অনেক কিছুই বিবেচনায় নিতে হবে। আপনার বিচার এবং সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে হবে। এখানেই আমি স্বস্তি খুঁজে পাই।’
 
পুনরায় টাইগারদের দায়িত্ব গ্রহণের পর সময়টা দারুণ কাটছে হাথুরুসিংহের। সব ফরম্যাট মিলিয়ে ফলাফল আসা ১৪ ম্যাচের মধ্যে তার দল জিতেছে ১১টিতে। যদিও টাইগার কোচের বড় পরীক্ষা অপেক্ষা করছে এশিয়া কাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *