রাজধানীর মিরপুরে আবাসিকের নামে চলছে রমরমা মাদক ও অসামাজিক কার্যকলাপ || নিরব প্রশাসন

এস এম নাজমুল : রাজধানীতে আবাসিক হোটেলগুলোতে যেন কোনভাবেই থামছেনা দেহ ব্যবসা। কতিপয় অসাধু বিভিন্ন কায়দায় বেশ কিছু হোটেলে এসব অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। শুধু দেহ ব্যবসায়ীই নয় এর আড়ালে আবাসিক হোটেলগুলো পরিনত হয়েছে মাদকের স্বর্গরাজ্যে। এসব হোটেলের কারণেই ধ্বংসের পথে চলে যাচ্ছে যুব সমাজ।

দৈনিক অপরাধ সময় এর অনুসন্ধানে উঠে আসে বেশকিছু আবাসিক হোটেলের নাম। এমনই একটি রাজধানীর দারুসসালাম থানাধীন মিরপুর-১নং মুক্তিযোদ্ধা মার্কেটের উপরে অবস্থিত হোটেল গার্ডেন ভিউ। যেখানে দেধারছে চলছে অবৈধ নারী ও জীবন ঘাতক মাদকের রমরমা বাণিজ্য। গার্ডেন ভিউতে ঢুকতেই রিসিপশনে বসে থাকতে দেখা যায় হোটেলের ম্যানেজার কাউসার রনিকে। একটু ভিতরের দিকে নজর পড়তেই দেখা মেলে জাকির, রবি, আজাদ ও জগদীশকে। তারা এই হোটেলের মালিক ও ভয়ংকর ব্যবসার মূলহোতা। এদের পরিচয় জানতে চাইলে অনুসন্ধান টিমের পরিচয় জানতে চায় জাকির, রবি, আজাদ, জগদীশ ও কাউসার। অনুসন্ধান টিমের পরিচয় পেয়ে তাদের উপর ক্ষিপ্ত হয়ে তর্ক বিতর্ক এবং হুমকি প্রদান করেন।

এরমধ্যেই হোটেলের রুমের দিকে এগুলোতেই দেখা মেলে অল্প ও মধ্য বয়সী কয়েকজন সুন্দরী মেয়েকে। আর কিছু রুমে খরিদ্দারসহ অনেকেই শুয়ে আছেন, আবার কোন রুমে দেখা যায় ইয়াবা ও মদ পান করছে কয়েকজন। এদের পরিচয় জানতে চাইলে তারা বলেন এরা আমাদের ভিআইপি গেস্ট। অনেক বাঁধার মুখোমুখি যখন অনুসন্ধান টিম তখন আজাদ, জগদীশ ও কাউসার বলেন- আমরা পুলিশ প্রশাসন কে মোটা অংকের চাঁদা দিয়ে খোলামেলা ব্যবসা করি। আপনারা রিপোর্ট করে কিছুই করতে পারবেন না। জানা যায় এখানে দেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে স্কুল কলেজ পড়ুয়া ও বিধবা নারীদের বিভিন্ন কাজের লোভ দেখিয়ে এখানে এনে তাদের দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করে আসছে একটি শক্তিশালী দালাল চক্র। এ বিষয়ে অপরাধ সময়ের অনুসন্ধান টিম দারুস সালাম থানায় ওসি নজরুল ইসলাম বলেন অভিযান চলমান আছে। মাসোহারার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। কোন মাসোয়ারা নেওয়া হয় না। এছাড়াও আমার থানা এলাকায় এ ধরনের অসামাজিক কার্যক্রম ও মাদক ব্যবসা চলতে দিব না, দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *