কে এই শরীফ জিয়াউদ্দিন?

নিজস্ব প্রতিনিধি: ঢাকা শহরে নামে বেনামে পরিচয় দিয়ে চলছে চাঁদাবাজি কেউ নেতা কেউ পুলিশ কেউ ডিবি আবার কেউ বড় সরকারি কর্মকর্তা। বিভিন্ন নাম পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারকচক্র। এ রকমই এক চাঁদাবাজের সন্ধান মিলেছে রাজধানীতে। তার নাম কোথাও শরিফ জিয়াউদ্দিন আবার কোথাও রাকিব (প্রকৃত নাম জানা যায়নি) ।

সূত্রে জানা গেছে, জাতীয় শ্রমিকলীগের ঢাকা জেলার সাধারন সমস্পাদ পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে এই শরিফ জিয়াউদ্দিন। শরীফ জিয়াউদ্দিন আসলে কি করেন বোঝা মুসকিল। কারণ ভিজিটিং কার্ডে উক্ত পদবী ছাড়াও তিনি একজন ১ম শ্রেণীর ঠিকাদার হিসেবে পরিচয় প্রদান করেন। ভিজিটিং কার্ডে তিনি যে পরিচয় প্রদান করেছেন তা সম্পূর্ণ ভূঁয়া। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দৈনিক অপরাধ সময়ের অনুসন্ধান টিম কাজ শুরু করেছে। বিস্তারিত অনুসন্ধান শেষে আগামী সংখ্যায় প্রকাশিত হবে। চোঁখ রাখুন আগামী সংখ্যায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *