মহারাষ্ট্রে বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন লেগে ২৫ জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার (৩০ জুন) দিবাগত রাত ২টার দিকে বুলধানার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে।

বুলধানার পুলিশের ডিপুটি এসপি বাবুরাও মহামুনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস থেকে ২৫টি মৃতদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩২জন যাত্রী ‍ছিলেন। বাকি ৬-৮ জন আহত হয়েছেন। তাদেরকে বুলধানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, বাসটি মহারাষ্ট্রের ইয়াবতমাল থেকে পুনের দিকে যাচ্ছিল। বুলধানায় এসে বাসটির টায়ার ফেটে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে আগুন ধরে যায়।
দুর্ঘটনার বিষয়ে বুলধানা পুলিশের সুপারিনটেনডেন্ট সুনিল কদসনে বলেন, দুর্ঘটনায় ২৫জন দগ্ধ হয়ে মারা গেছেন। বাসের চালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
 
তিনি বলেন,  এখন আমরা মৃতদেহগুলো শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করাকে বেশি প্রধান্য দিচ্ছি।
 
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং  নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *