নিউজ ডেস্ক: দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী ২৭ জুলাই শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় এই সমাবেশ হবে।
সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।
আগামী ২৭ জুলাইয়ের শান্তি সমাবেশ সফল করতে সকালে যৌথ সংবাদ সম্মেলন করে আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।
এতে উপস্থিত ছিলেন, আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদেরকে প্রতিহত করা হবে। যেকোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা হবে।