তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের। শনিবার (১৯ এপ্রিল) শহরের বেয়োলু এলাকায় প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির ডাকে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

বার্তাসংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়ে তাদের কর্মসূচি চালাতে থাকে। তবে বিপত্তি বাধে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়াকে কেন্দ্র করে। সেসময় সরকারের বিরুদ্ধে দেয়া স্লোগানকে অবৈধ দাবি করে তা বন্ধের হুঁশিয়ারি দেয় পুলিশ।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তাকসিম স্কয়ারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। পরবর্তীতে পুলিশ ঢাল ব্যবহার করে আন্দোলনকারীদের পিছু হটিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *