বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর দর্শকদের ম্যাজিক দেখালেন জনপ্রিয় নির্মাতা করণ জোহর। সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র বক্স অফিস কালেকশন মোটামুটি তা বুঝিয়ে দিচ্ছে। মুক্তি পাওয়ার পর থেকে ভালোই সাড়া পাচ্ছে সিনেমাটি, সেই সঙ্গে তৃতীয় দিনে এসে বাড়ল আয়ও!
তৃতীয় দিনে এখন পর্যন্ত ১৯ কোটি টাকার ব্যবসা করেছে ‘রকি-রানি’র প্রেমের গল্প। এমনটাই আপাতত সাচনিল্কের রিপোর্ট থেকে জানা গিয়েছে। গত শুক্রবার (২৮ জুলাই) বড় পর্দায় মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত এবং আলিয়া ভাট, রণবীর সিং অভিনীত এই ছবি।
সাচনিল্কের রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন যে ছবির আয় বেড়েছে সেটা স্পষ্ট।
প্রসঙ্গত প্রথম দিন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে মোট ১১.১ কোটি টাকা আয় করে, দ্বিতীয় দিন সেটা বেড়ে দাঁড়ায় ১৬.০৫ কোটিতে। তৃতীয় দিনে ১৯ কোটি টাকা আয় করে। প্রথম তিন দিনে ছবিটি মোট ৪৬ কোটি টাকার ব্যবসা করল।
ধর্মা প্রোডাকশনের তরফে বক্স অফিসের নম্বর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেয়া হয়। টুইটারে একটি পোস্ট করে এই প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, ‘ভালোবাসার উদযাপন বক্স অফিসে বড় আকারে ধরা দিচ্ছে।’