পান্না কায়সারের মৃত্যুতে শোকার্ত অভিনেত্রী মিম

বিনোদন ডেস্ক: সম্প্রতি নতুন সিনেমায় কাজ শুরু করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ইস্কাটনে শুরু হয়েছে এ সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

এ সিনেমার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে।

এদিকে শুক্রবার (৪ আগস্ট) সকালে বরেণ্য লেখক, অধ্যাপক পান্না কায়সার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।

কথা ছিল, শহীদজায়ার সঙ্গে দেখা করতে যাবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আড্ডা দেবেন মুখোমুখি বসে। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। বিষয়টি শোকার্ত করে তুলেছে মিমকে।
 
এ প্রসঙ্গে শুক্রবার (৪ আগস্ট) অভিনেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একপি পোস্ট করেন। তিনি লিখেছেন, “বিধাতার কী এ এক অদ্ভুত সমীকরণ। আমরা ভাবি এক, কিন্তু তার পরিকল্পনা আরেক—যা সাধারণের বোঝা বড় দায়। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করছি। এ সিনেমায় আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। গতকাল শমী আপু (শমী কায়সার) বললেন, তোমাদের তো শুক্রবার ও শনিবার শুটিং নেই। তাহলে রেডি থেকো। তোমাদেরকে আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব। শুনেই তো আমি ভীষণ এক্সাইটেড।”
 
অভিনেত্রী আরও লেখেন, ‘মহীয়সী নারী শ্রদ্ধেয় পান্না কায়সারের সঙ্গে দেখা করব। গেল দুই মাস ধরে যাকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানার চেষ্টা করেছি, সেই মানুষটার সঙ্গে মুখোমুখি বসে গল্প করব। নানান অভিজ্ঞতা শুনব। আড্ডা দেব। জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। অসাধারণ মুহূর্তের সাক্ষী হব। আরও কত কী যে ভাবনা মনের মধ্যে।’
‘চাইলেই কি আর সব পূরণ হয়। রাত শেষে সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে ওঠেই শুনি পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর খবরে থমকে গেলাম। স্তব্ধ হলাম। গেল কিছুদিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *