লায়ন্স জেলা ৩১৫ বি-২-এর নির্বাচন ঘিরে উত্তেজনা

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের বাংলাদেশ জেলা ৩১৫ বি-২-এর ৩২তম বার্ষিক কনভেনশন ও নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে উত্তেজনা ও বিভক্তি। আগামী ১০ মে অনুষ্ঠেয় এই নির্বাচন ও কনভেনশনের ভেন্যু নির্ধারণ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দুই পক্ষ। বিষয়টি এখন সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যেও আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

কনভেনশন ও নির্বাচনে প্রায় এক হাজার সদস্য, ডেলিগেট, অল্টারনেট ডেলিগেট এবং অতিথি উপস্থিত থাকার কথা থাকলেও আয়োজনটি হচ্ছে মাত্র ১০০ আসন বিশিষ্ট নিকেতন সোসাইটি হল এবং এর পাশের দুটি খালি প্লটে। এমন আয়োজনে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সংগঠনের একাধিক জ্যেষ্ঠ ও সাধারণ সদস্য।

লায়ন এ এস ই দেলোয়ার জগলু বলেন, “বিশ্বব্যাপী সমাদৃত লায়ন্স ক্লাবের সুনাম রক্ষা করে কনভেনশন আয়োজন করা আমাদের নৈতিক দায়িত্ব। অতীতের মতো সম্মানজনক পরিবেশেই অনুষ্ঠান হওয়া উচিত।”

এদিকে লায়ন মিলন খাঁনের অভিযোগ, “জেলা গভর্নর লায়ন সফিউল আলম শামীমের মনোনীত প্রার্থী পিডিজি লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেলের ভাই লায়ন কাজী তারিফুল ইসলামকে বিজয়ী করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নির্বাচনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে তার বাড়ির উল্টো পাশে। এতে সাধারণ সদস্যদের মতামত উপেক্ষিত হয়েছে।”

তিনি আরও বলেন, “এটি একটি সেবামূলক আন্তর্জাতিক সংস্থার নির্বাচন, যা খালি মাঠে ও আবাসিক এলাকায় আয়োজন করে প্রহসনে রূপ দেওয়া হয়েছে। সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ থাকলেও অনেকেই মুখ খুলতে পারছেন না।”

লায়ন একেএম নেয়ামত উল্লাহ বাবু বলেন, “এই অবৈধ ও পক্ষপাতদুষ্ট নির্বাচনকে জেলার অধিকাংশ ভোটার প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে লায়নরা সংগ্রাম চালিয়ে যাবে।”

এছাড়া লায়ন আক্তারুজ্জামান জানান, “সদস্যদের মধ্যে হতাশা, ভয় ও গ্লানিবোধ বিরাজ করছে। নির্বাচনের ভেন্যু ও পদ্ধতি নিয়ে খোলামেলা আলোচনা করতে না পারার কারণে অনেকে চুপচাপ থাকলেও, ভেতরে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে।”

জেলার সচেতন লায়ন সদস্যরা দাবি তুলেছেন, নির্বাচনী অনুষ্ঠান পাঁচতারকা মানের হোটেলে সরিয়ে নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে। তা না হলে নিকেতন এলাকায় অনুষ্ঠেয় কনভেনশনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তার পূর্ণ দায় জেলা গভর্নরকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *