বঙ্গবন্ধু সেবা দিবস ২০২৩ ও শাহাদাত বার্ষিকী পালন

লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ২৬.০৮.২০২৩ তারিখ সন্ধ্য ৬.০০ ঘটিকার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী স্মরণে পবিত্র কোরান তেলাওয়াত, শহীদদের রুহের মাগফেরাত কামনা ও ভাবগম্ভীর পরিবেশে শোক ও শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় লায়ন হুমায়ুন জহির অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু সেবা দিবস ২০২৩ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া    MJF, কো-চেয়ারম্যান লায়ন শাহেদ আহমেদ MJF, সেক্রেটারী লায়ন বিদ্যুৎ কুমার ঘোষ, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ মাসুম আহমেদ (লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন), ট্রেজারার লায়ন রঞ্জিত কুমার ঘোষ   MJ F এবং জয়েন্ট ট্রেজারার মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ লিডারগণের আন্তরিকতা, নিষ্ঠা, দক্ষতা, সততা এবং সামষ্টিকভাবে সুষ্ঠু নেতৃত্বের অবদানে অনুষ্ঠানের সার্বিক কর্মসূচী সুন্দরভাবে বাস্তবায়িত হয়।
সেবা দিবস উপলক্ষে জেলা ৩১৫ বি২ এর আওতাধীন দেশের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের মাঝে ১৫০টি সেলাই মেশিন, ৩০টি হুইল চেয়ার, ১টি বাই-সাইকেল, ২০০টি মশারী এবং ক্যান্সারে আক্রান্ত একজন অসুস্থ  ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করা হয়।
গৃহীত কর্মসূচী ও সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর জেলার সম্মানীয় গভর্নর লায়ন আহাম্মদ উজ্জামান MJF এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু সেবা দিবস ২০২৩ এর আয়োজক কমিটির চেয়ারম্যান  লায়ন আনোয়ার হোসাইন ভূঁইয়া MJF এর স্বাগত বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২য় ভাইস জেলা গভর্নর শাহাদাত হোসেন PMJF, ১ম ভাইস জেলা গভর্নর শফিউল আলম শামীম MJF. PDG খন্দকার জাহাঙ্গীর কবির মহোদয় মহান স্বাধীনতার স্থপতি, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা ও সংশ্লিষ্ট বিষয়ক ঐতিহাসিক তথ্যভিত্তিক সারগর্ভ বক্তব্য উপস্থাপন করে উপস্থিত সকলকে নতুনভাবে জাগিয়ে তুলতে অতুলনীয় ভূমিকা পালন করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার মহোদয় লায়ন্স জেলা ৩১৫ বি২ এর এই নান্দনিক সেবার মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করার সুন্দর আয়োজনে মুগ্ধ হয়ে প্রত্যন্ত অঞ্চলেও লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণের আধুনিক সেবা সম্প্রসারণে সরকারের সম্ভাব্য সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস ও প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রতিবেদক : লায়ন মোঃ আবুল হাশেম
রিজন চেয়ারপার্সন, লায়ন ইন্টারন্যাশনাল
লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *