মোঃ জুবায়ের আলম: র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৪:৩০ ঘটিকা হইতে ১৬:৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন শেরেবাংলা এলাকা ও রাজধানী ঢাকার ভাটারা থানাধীন লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ৪৮ (আটচল্লিশ) গ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ আব্দুর রশিদ @কাইল্যা রশিদ (৩৮), পিতা-মৃত মাইনুল হক, সাং-নরেন্দ্রপুর, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, ২। মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মৃত আয়নাল হক, সাং-সোনার পাড়া, থানা-গোমস্তাপুর, জেলা- চাপাইনবাবগঞ্জ ও ৩। মোছাঃ শিল্পী বেগম (৪০), স্বামী-মোঃ আব্দুস সাত্তার, সাং-হরিনগর, থানা-গোমস্তাপুর, জেলা- চাপানবাবগঞ্জ বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরের টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।