৬৬ নং শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১০ জুলাই, রোজ: বৃহস্পতিবার, সকাল: ১০ ঘটিকার সময় সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয়েছে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিক্ষার্থীদের হাতে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী তুলে দিয়ে তিনি বলেন:
“আমরা ভালো ছাত্র হতে চাই,
তবে তার চেয়েও বেশি ভালো মানুষ হতে চাই – কারণ ভবিষ্যৎ গড়ার জন্য দুটোই দরকার।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও প্রাণবন্ত রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ শরীর ও সতেজ মানসিকতা গঠনে শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক ব্যায়ামের দিকেও নজর দিতে হবে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেন। শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও উৎসাহের চিত্র।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেমন উৎসাহ তৈরি হয়েছে, তেমনি ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হওয়ার অনুপ্রেরণাও পেয়েছে তারা।