জনতার ইতিহাসে ফিরে দেখা, ম্যারাথনে অংশ নিল প্রশাসন ও শিক্ষার্থীরা

ঐতিহাসিক ১৮ জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ম্যারাথনটি শেষ হয় শহরের হাজীগঞ্জ এলাকায় নবনির্মিত ‘বাংলাদেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’।

এই তিন কিলোমিটার দীর্ঘ প্রতীকী দৌড়ে অংশ নেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জের প্রথম শহীদ মোহাম্মদ আদিলের পিতা আবুল কালাম, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব জাবেদ আলম।

এছাড়াও রোভার স্কাউটসের সদস্যসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।

ম্যারাথনের উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন,

“সিস্টেম নিজে নিজেই চলবে, সিস্টেমকে কেউ চালাবে না। আমরা শুধু দায়িত্ব পালন করব — জনগণের সেবায়, দেশের চেতনায়।”

আয়োজকরা জানান, এই প্রতীকী ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সংযোগ ঘটানো।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *