মোঃ জাহাঙ্গীর আলম , গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধা সদরের বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করা হলে তিনি সকল শিক্ষক ও কর্মচারীকে কারণ দর্শানোর জন্য দায়িত্বরত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ০২/০৯/২০২৫ ইং বিকাল ৩ টা ৪০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ক্লাস্টারের বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিধি বহির্ভূভাবে নির্ধারত সময়ের আগে মনগড়ামত উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটি দিয়ে কর্মচারীসহ কর্মস্থল ত্যাগ করেন।
বিষয়টি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক জবাব দিতে অনিহা প্রকাশ করেন। এলাকাবাসীর অভিযোগ প্রতিনিয়তি প্রধান শিক্ষক নানা অযুহাত দেখাইয়া বিদ্যালয় ত্যাগ করেন। ফলে অন্যান্য শিক্ষকরা মনগড়া ভাবে পাঠদান করে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয়টি ছুটি দিয়ে থাকেন। হোম ভিজিট না করায় দিন দিন শিক্ষার্থীর হার কমছে বলে জানা যায়। বিষয়টি তাৎক্ষনিক গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করা হলে তিনি দায়িত্বরত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রাথমিক ভাবে শোকজ করতে নির্দেশ প্রদান করেন।