যাত্রাবাড়ীতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও লুটপাট

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক, যাত্রাবাড়ী থেকে:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়ের হোটেল আল হায়াতে নারী সাংবাদিকসহ দুই সাংবাদিকের ওপর বর্বর হামলা, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দৈনিক অপরাধ সময়-এর স্টাফ রিপোর্টার রুমা (৩৯) এবং তার সহকর্মী রুহুল আমিন।

ঘটনা ঘটে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে। ভুক্তভোগীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে সংবাদ সংগ্রহ করতে গেলে হোটেল কর্তৃপক্ষ এবং কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের আটকে রেখে মারধর করে।

সাংবাদিক রুমা অভিযোগ করেন, হোটেলের ভেতরে এক নম্বর আসামীর নির্দেশে অন্তত পাঁচজন পরিচিত (সবুজ, জুম্মন, আকাশা, রাজু, রহমান) ও আরও ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এসময় তাকে শ্লীলতাহানি, মারধর এবং ব্যক্তিগত সম্পদ লুটপাট করা হয়।

লুট হওয়া সম্পদের মধ্যে রয়েছে—

স্বর্ণের চেইন (প্রায় এক ভরি) – ১,৩০,০০০ টাকা

ব্রেসলেট (সাড়ে চার আনা) – ৬০,০০০ টাকা

সনি ক্যামেরা – ৩৫,০০০ টাকা

রুমার সহকর্মী রুহুল আমিনকেও একইভাবে মারধর করা হয়। পরবর্তীতে সাংবাদিক পাথর আহাম্মেদ ও মোঃ নাসির সরদারসহ অন্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও হেনস্তা করা হয়।

পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রুমা অভিযোগ করেছেন, “আমরা নারী পাচার, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। আমাদের সাংবাদিকতা ঠেকাতেই এ হামলা চালানো হয়েছে।”

এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। যাত্রাবাড়ী থানায় মামলা নং–৪০ দায়ের করা হয়েছে

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *