বোয়ালী ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরনে টাকা নেয়ার অভিযোগ

মোঃ জাহাঙ্গীর আলম , গাইবান্ধা

সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে ভিজিডির চাল বিতরনে বস্তা প্রতি ২০ (বিশ) টাকা ও ট্যাক্স বাবদ ২ শ’ থেকে ৪/৫ টাকা পর্যন্ত নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আইনী ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ প্রয়োজন।
সরেজমিনে গিয়ে জানা যায়,উক্ত ইউনিয়নে ভিজিডি কার্ডধারী সুবিধা ভোগীর সংখ্যা ২৩০ জন। দু-মাসের বরাদ্দ বাবদ জনপ্রতি ২ বস্তা করে মোট ৬০ কেজি চাল বিতরন করা হবে। আর যে সমস্ত সুবিধা ভোগীর বাড়ীর ট্যাক্স বাকী তাদের নিকট থেকে সরকারি ফি অনুযায়ী ১শ’৬০ টাকা রশিদ মুলে প্রদান করার কথা। সেক্ষেত্রে গড়ে ২ শ” থেকে অতিরিক্ত হারে ফি নেয়া হয়েছে। এলাকাবাসী জানান,,গত ভোটার তালিকা হালনাগাদের সময় অনেকের ট্যাক্স নেয়া হয়েছে তাই একনাগাড়ে সকল সুবিধা ভোগীর কি আয়কর বাঁকি। যদি তাই হয়, তাহলে কিভাবে গড়ে নিয়ম বর্হিভুত ভাবে ট্যাক্স বাবদ এত টাকা নেয়া হয়েছে। এ ছাড়াও গরীব,দুস্ত সুবিধা ভোগী ২৩০ জনার নিকট থেকে জনপ্রতি ৪০ টাকা (২ বস্তা বাবদ)নেয়া হলো এটা সচেতন মহলের বোধগম্য নহে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবুকে ফোনে জিজ্ঞাসা করলে তিনি দাম্ভিকতার সাথে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং কি করার আছে বলে ফোন কেটে দেন। বিজ্ঞ মহলের প্রশ্ন,,,, বিগত ফ্যাসিষ্ট সরকারের পতনের পরও কিভাবে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা এতে বড় দুর্নীতি করতে পারে এদেরকে আইনের আওতায় আনা দরকার। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আইনী ব্যবস্থা নিবেন এটাই ভুক্তভোগী মহলের প্রত্যাশা।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *