গাজায় ‘যুদ্ধাপরাধ’ বন্ধ না হলে পদক্ষেপ নেবে প্রতিরোধ ফ্রন্ট

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ‘যুদ্ধাপরাধ’ বন্ধ না করলে ‘প্রতিরোধ ফ্রন্ট’ ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্টমন্ত্রী হোসাইন আমিরাব্দোল্লাহিয়ান। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

‘প্রতিরোধ ফ্রন্ট’ হলো আঞ্চলিক শক্তির একটি জোট, যার মধ্যে ইরান সমর্থিত শক্তিশালী লেবানিজ গ্রুপ হিজবুল্লাহও রয়েছে।
 
গত সপ্তাহে শুরু হওয়া হামাস ও ইসরাইলের সংঘাতের পর থেকেই লেবানন-ইসরাইল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। 
 
এর আগেও গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার বোমা হামলা বন্ধের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান।
তিনি বলেন, যদি গাজায় হামলা বন্ধ না করা হয়, তাহলে এই যুদ্ধে যোগ দিতে পারে লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। আর যদি হিজবুল্লাহ এতে যোগ দেয় তাহলে ‘বিশাল ভূমিকম্পের’ কবলে পড়বে ইসরাইল।
 
এছাড়াও নাইজেরিয়ার শিয়া মতাবলম্বীদের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
 
খামেনি বলেছেন, ইসরাইলে হামাসের সাম্প্রতিক নজিরবিহীন হামলা ফিলিস্তিনিদের বিজয় ডেকে আনবে। চলমান হামাস-ইসরাইল যুদ্ধকে ‘ইসলামের শক্তির অন্যতম প্রতীক’ বলে অভিহিত করেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘বর্তমান ঘটনাপ্রবাহ ফিলিস্তিনে ইসলামের অবিশ্বাস্য শক্তির এক ইঙ্গিত। ইনশাআল্লাহ, ফিলিস্তিনে যে পদক্ষেপ শুরু হয়েছে তা এগিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *