ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:  ইসরাইলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজায় মাত্র ২৪ ঘণ্টার চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা বিষয়টি নিশ্চিত করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে এদিনই গাজায় সবচেয়ে বড় বোমা হামলা হয়েছে। এই হামলায় মাত্র ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

চলতি মাসের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা করে হামাস। একই সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। তাদের হামলায় ইসরাইলের ১,৪০০ মানুষ নিহত হন।  আহত হন অন্তত চার হাজার। গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও হামলায় ইসরাইলের এত মানুষের প্রাণ গেল!
 
হামাসের এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলায় গাজায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ৮৭৩ জন শিশু এবং নারী ১ হাজার ১০১ জন। আর আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ফিলিস্তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *