আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।শুক্রবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। এতে দেখা গেছে, গাজা আল-শিফা হাসপাতাল এলাকায় শিশুসহ বেশ কয়েকটি নিথর দেহ পড়ে আছে। এছাড়াও আহতদের যন্ত্রণায় ছটফট করতেও দেখা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে।
রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, ‘হাসপাতালের বহির্বিভাগে হামলা চালিয়েছে। সেখানে ইসরাইলের ভয়ে বাস্তুচ্যুত বহু মানুষ রাতে ঘুমাতেন।’
হামাস ও ইসরাইলের মধ্যে গত মাসে যুদ্ধ শুরুর পর আল-শিফা হাসপাতালে নারী, শিশু ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ আশ্রয় নেন।
তবে রয়টার্সের প্রকাশিত আল-শিফা হাসপাতালে হামলার এই ভিডিও নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইলের সামরিক বাহিনী।
এদিকে বিবিসি জানিয়েছে, গাজার আল-শিফা হাসপাতালকে এখন চারদিক দিয়ে ঘিরে রেখেছেন ইসরাইলি সেনারা। হাসপাতাল থেকে মাত্র ২৫০ মিটার দূরে অবস্থান করছেন তারা।
গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল। এখন পর্যন্ত এই হামলায় প্রায় ২০হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৮ হাজারের বেশি নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।