জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর উপর গবেষণামূলক সাময়িকী ‘পাক্ষিক আমাদের জুলিও ক্যুরি বঙ্গবন্ধু ‘ পত্রিকা প্রবর্তিত “বঙ্গবন্ধু সম্মাননা স্মারক” প্রদান অনুষ্ঠান ও ৯ম বর্ষপূর্তিতে আলোচনা সভা ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ১৬ নভেম্বর ২০২৩, বিকেল ৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ হলেন : প্রফেসর ড.আ আ ম স আরেফিন সিদ্দিক, এ্যামিরেটস্ প্রফেসর ড. আতিউর রহমান, মোজাফফর হোসেন পল্টু, শেখর দত্ত, লে.কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক), শ্যামল দত্ত, ডা. শাহাদাত হোসেন, ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা, প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ, পার্থ সারথি চক্রবর্ত্তী প্রমুখ প্রথিতযশা গুণীজন ও নেতৃবৃন্দ।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবদুল আউয়াল ভূঁঞা’র প্রাণবন্ত সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. হালিম দাদ খান।
পত্রিকার ৯ম বর্ষপূর্তিতে বরাবরের মতো এবারও সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য “বঙ্গবন্ধু সম্মাননা স্মারক” ২০২৩ পেলেন পুরুষদের মধ্যে নন্দিত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, কবি ও গবেষক লায়ন মোঃ আবুল হাশেম। লায়ন হাশেম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর গবেষণামূলক সংগঠন ‘জুলিও ক্যুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ’ এর সভাপতিমণ্ডলীর সদস্য এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণামূলক সংগঠন ‘সহযোদ্ধা একাত্তর’ এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নারীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয় আল হামরা নাসরিন হোসেন লুইজা কে। তিনি ১৫০০ ছবির সমন্বয়ে ‘ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ ‘ নামক একটি অবিস্মরণীয় এ্যালবামের সম্পাদনা করেছেন। লুইজা ‘জুলিও ক্যুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ’ এর সম্পাদকমণ্ডলীর সদস্য।
সভায় হল ভর্তি লোকের উপস্থিতিতে বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনাদর্শ, রাজনৈতিক কার্যক্রম, জুলিও ক্যুরি শান্তি পদক অর্জনের ঐতিহাসিক কারণ ব্যাখ্যাসহ জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন।
প্রতিবেদন : লায়ন মোঃ আবুল হাশেম
প্রেসিডিয়াম সদস্য
জুলিও ক্যুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ।