লায়ন হামিদুল আলম সখা : ২৯/১২/২০২৩ তারিখ লায়ন্স জেলা ৩১৫ বি২ এর অন্তর্ভুক্ত ঢাকা বুড়িগঙ্গা লায়ন্স ক্লাবের বিশাল সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেলো জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামে।
উক্ত আয়োজনে পাঁচ শতাধিক কম সুবিধা প্রাপ্ত পরিবার বাছাই করে তাদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। এছাড়াও নিজে স্বাবলম্বী হয়ে জীবিকা নির্বাহ করতে চায় এমন দশ জনকে সেলাই মেশিন এবং গুরুতর অসুস্থ ও অসহায় দশজনের মাঝে হুইল চেয়ার সহ দুটি রিক্সা বিতরণ করা হয়।
রিক্সা, হুইল চেয়ার, সেলাই মেশিন এবং শীতের কম্বল পেয়ে উচ্ছসিত পুরুষ ও মহিলাগণ আপ্লুত হয়ে অশ্রুঝরা কন্ঠে তাদের সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা প্রাপ্ত নারী ও পুরুষদের উদ্দেশ্যে লায়ন্স জেলা ৩১৫ বি২ এর সম্মানিত গভর্ণর আহমদ উজজামান সমবেত সুবিধা ভোগীদের বলেন এটি তাদের জন্য কোন করুণা বা দান নয় এটি তাদের জন্য উপহার। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন শাহাদাত হোসেন ভবিষ্যতে এই অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
বিশাল পরিসরে এই সেবামূলক আয়োজনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল বাসেত, প্রাক্তন জেলা গভর্ণর মো: জুনায়েদ ইকবাল, প্রাক্তন জেলা গভর্ণর এটিএম নজরুল ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার জাফর ইকবাল সহ ঢাকা থেকে আগত প্রায় ত্রিশ জন লায়ন। পুরো আয়োজন টি সঞ্চালনা করেন রিজিয়ন চেয়ারপার্সন মোহাম্মদ আলী ফিরোজ।
উক্ত আয়োজনে স্বাগত বক্তব্য প্রদান করেন মো: রোকনুজ্জামান (রকেট) এবং সভাপতি হিসেবে বক্তব্য দিয়ে আয়োজন টি শেষ করেন বুড়িগঙ্গা লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন বাবুল।