মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে শতাধিক বাংলাদেশিসহ মোট ১৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতরা অবৈধভাবে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেলাকার ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেলাকা রাজ্যের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশের ১০১ জন, ইন্দোনেশিয়ার ২৬ জন, মিয়ানমারের ৬ জন ও ১ জন নেপালি নাগরিক রয়েছে। এদের সবার বয়স ২৫ থেকে ৪৮ বছরের মধ্যে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় পরিচয়পত্র ছাড়া অবস্থান, কাগজপত্রের মেয়াদ অতিবাহিত হওয়া, জাল নথিপত্র বা পাসপোর্ট রাখা অপরাধে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য আটককৃতদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এছাড়া, একই সময়ে দেশটির সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে এ অভিযানে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *