রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীতে চলছে রত্না বাহিনীর জমজমাট স্পা’র ব্যবসা

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর অভিজাত এলাকাগুলোতে হেয়ার কাটিং সেলুন, বিউটি পার্লার, স্পা সেন্টার গুলো নামে-বেনামে তরুণ-তরুণী দিয়ে মাদক ব্যবসা ব্ল্যাকমেইলের রমরমা বাণিজ্যের ঘটনা নতুন কিছু নয়।  রাজধানীর গুলশান বনানীতে চলছে রত্না বাহিনীর জমজমাট স্পা’র ব্যবসা। সংশ্লিষ্ট এলাকার ২০/২৫টি স্পটে প্রশাসনের ছত্র ছায়ায় এ ব্যবসা চলছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখযোগ্য স্পা স্পটের মধ্যে রয়েছে বনানীর জনি, আউয়াল টাওয়ারের নাসের, বনানীর ২৭ নম্বর সড়কের ৩৭ নম্বর হাউজের মজিদ, ১১ নম্বর সড়কের হাউজ নম্বর ১৩৫ এর পরিচালনার দায়িত্বে আজাদ, গুলশান ১ নম্বর সড়কের ১৩৫ নম্বর হাউজের পাপিয়া, গুলশান ২ নম্বর খুঁসবো রেস্টুরেন্টের চতুর্থ তলার সুমন, গুলশান ২ নম্বরের স্পা পরিচালক ইভা, গুলশান ২ এর মাজেদ, ৪১নং সড়কের ৭/এ/২ এর কুদ্দুস, গুলশান ২ সড়ক নম্বর ৯৯ হাউজ নম্বর ৩৩/এ বাহার সহ বহু স্পা হাউজ রয়েছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ, ডিসি, এডিসি সহ পুলিশ প্রশাসনের মুখ বন্ধ করে এ ব্যবসা পরিচালনা করছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এ অবৈধ ব্যবসার কারণে বহু মানুষ তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় সহ অর্থনৈতিকভাবে নিঃস্ব হচ্ছে। দ্রুত স্পার ব্যবসা বন্ধ করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন এলাকার ধর্মপ্রাণ মানুষসহ সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *