আমতলী, বরগুনা-প্রতিনিধি:
‘মানবতার টানে, পাশে আনে’ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে ‘আমরা আমতলীবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন। সুমাইয়া শিলা আহ্বায়ক ও মোঃ নাজমুল হাসান সদস্য সচিব করে ০৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০১ এপ্রিল) সংগঠনটির আমতলী পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সাজিদ ইসলাম রাব্বি, আরিফুল ইসলাম সদস্য জান্নাতি ও জিএম বাইজিদ।
সাধারণ সম্পাদক আল জাবের বলেন, ‘মূলত আমতলী উপজেলার একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত এই সংগঠন। সব ধরনের সামাজিক সেবামূলক কাজে অগ্রনী ভূমিকা পালন সহ সমাজের অসংগতি দূরীকরণেও ভূমিকা রাখবে আমরা আমতলীবাসী সংগঠনের সদস্যরা।’