শফিউল মঞ্জুর ফরিদঃ সম্প্রতি রাজধানীর তুরাগ থানার চন্ডালভোগ এলাকার এক অপমৃত্যুকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।
তুরাগ থানার পুলিশের এসআই মোশারফ গত ৮ ই মে তুরাগের চন্ডালভোগ এলাকায় সাইফ নামের এক যুবকের গলায় দড়ি দেওয়া মরা দেহ উদ্ধারের সময় উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয় জনসাধারণের চোখকে ফাঁকি দিয়ে উক্ত বাড়ির মালিক কে বাড়ির পিছনে নিয়ে গিয়ে মোটা অংকের টাকা দাবি করেন তিনি।
তার ঘুষ বাণিজ্য চরিতার্থ হওয়ার পরে স্থানীয় সংবাদ কর্মীদের তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করেন তিনি এবং তড়িঘড়ি করে লাশটিকে ময়না তদন্তের কথা বলে থানায় নিয়ে যান তিনি। পরবর্তীতে ভিডিও ফুটেজ ও স্থানীয়দের ভাষ্যমতে উক্ত ঘটনায় চার লক্ষ টাকা ঘুষ -নেওয়ার প্রমাণ মিলে তার।
দীর্ঘদিন যাবত তুরাগ থানার এই এসআই ঘুষ নেওয়া কে রিতিতে পরিণত করে বিভিন্ন লোককে হয়রানি করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তার হাত থেকে রক্ষা পায়নি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সুধীজন।
এই ঘটনায় স্থানীয় লোকদের মনে প্রশ্ন জেগেছে, কেন এই ঘুষ লেন- দেন? তাহলে এটি আত্মহত্যা না কি হত্যা? জনগণ তা জানতে চায়।