রাজউকের যান্ত্রিক সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মোঃ হানিফ কাজীঃ-অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যান্ত্রিক সহকারী জাকির হোসেন ও তার স্ত্রী মনিরা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে – রাজউকের ইলেকট্রিক যান্ত্রিক সহকারি জাকির হোসেন ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ অর্থের মালিক হয়েছেন। গোল্ডেন মনিরের অন্যতম বিশ্বস্ত সহযোগী হিসাবে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। তাছাড়া গোল্ডেন মনিরের বাসায় অভিযানের পূর্বে গোল্ডেন মনিরের সিংহভাগ স্বর্ণ ও নগদ অর্থ জাকিরের বাসায় সরিয়ে রাখা হয়েছিল। যাহার একটি অংশ জাকিরের স্ত্রী মনিরা আক্তার সুকৌশলে আত্মসাৎ করে। গোল্ডেন মনির জেল হাজতে গেলেও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে জাকির ও তার স্ত্রী। আমাদের প্রতিনিধি মুঠোফোনে এ বিষয়ে জাকিরকে জানতে চাইলে এর আংশিক সততা আছে বলে তিনি জানান। অভিযোগকারী হাবিব শেখ জানিয়েছেন – দুর্নীতি দমন কমিশন বিষয়টি আমলে নিয়ে তদন্ত করলে এর সত্যতা বেরিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *