ছারছীনা দরবার ও দারুস সুন্নাহ কামিল মাদরাসার বড় হুজুর আল্লাহ দিদারে চলে গেছেন।

অপরাধ সময় ডেক্সঃ ছারছীনার- দরবারের পীর সাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করিয়াছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

তিনি ফুরফুরার মুজাদ্দেদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রাহিমাহুল্লাহর পৌত্র ফুরফুরার মরহুম পীর আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহহার সিদ্দিকী আল- কুরাইশী রাহিমাহুল্লাহর বড় জামাতা ছিলেন।

দেশে ছারছীনা দারুস সুন্নাহ কামিল মাদরাসা, দারুন্নাজাত কামিল মাদরাসা সহ বহু মাদরাসা, মক্তব, খানকাহ, মাসজিদ ও দ্বীনি ইদারা তিনি প্রতিষ্ঠিত করেছেন।

আল্লাহ তায়ালা তাঁর ভুল ভ্রান্তি ক্ষমা করে নেক কাজ কবুল করে তাঁকে জান্নাতের আলা মাকাম দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *