মিথুন কর্মকার আমতলী বরগুনা
বরগুনার আমতলীতে ৩ গরু ব্যবসায়ীকে চেতনানাশক ওষুধ খাওয়াইয়ে অচেতন করে টাকা পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা গরু ব্যবসায়ীদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
৩ ব্যবসায়ীরা হলেন- আমতলী সদর ইউনিয়নের পুজাখলা গ্রামের আবুল হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার (৫০), হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামের চান মিয়া মৃধার ছেলে রব্বান মৃধা (৪৫) ও হলদিয়া ইউনিয়নের দক্ষিন তক্তাবুনিয়া গ্রামের মমিন গাজী ছেলে জাকারিয়া গাজী (৩৫)।
পরিবার সূত্র জানা গেছে, বুধবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে গরু বেচাকেনার জন্য আমতলী গরুর বাজারে আসেন। ভোর ৬টার সময় গরুবাজার সংলগ্ন বেল্লালের দোকানে নাস্তা খান তিন গরু ব্যবসায়ী। নাস্তা খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা অজ্ঞান হয়ে পড়েন। এসময় দুর্বৃত্তরা ফোরকানের সঙ্গে থাকা অনুমানিক দেড় লাখ টাকা, রাব্বান মৃধার ৫০/৬০ হাজার ও জাকারিয়া গাজীর লক্ষাধিক টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা ।
আমতলী হাসাপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার জানান, সম্ভাবত খাবারের সঙ্গে চেতনা নাশক কোনো দ্রব্য তাদের খাওয়ানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।