চৌধুরীপাড়া হাতিরঝিল মদিনা গার্মেন্টসে ১৪০ শ্রমিকের অনাহারে দিনযাপ

অপরাধ সময় ঃ- ঢাকার হাতিরঝিল থানাধীন চৌধুরীপাড়া এলাকার দিন মদিনা গার্মেন্টস-এ বেতন বকেয়া ও ন্যায্য প্রাপ্য না পাওয়ায় প্রায় ১৪০ শ্রমিক অনাহারে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের দাবি—দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন।

অভিযোগের ভিত্তিতে শ্রমিকরা ৯৯৯-এ ফোন করলে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার আশ্বাস দেন। তবে রাত পেরিয়ে দিন হলেও শ্রমিকদের অবস্থার কোন পরিবর্তন হয়নি। ক্ষুধার যন্ত্রণা ও অনিশ্চয়তায় শ্রমিকদের হতাশা আরও বাড়ছে।

গণমাধ্যমের পক্ষ থেকে ফোন করা হলে মদিনা গার্মেন্টসের মালিক ফোন রিসিভ না করে গণমাধ্যমকে উপেক্ষা করছেন, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা কীভাবে পরিবার চালাবো? আর কতদিন না খেয়ে থাকব?”

স্থানীয়দের অভিযোগ—এ কারখানায় নিয়মিত শিশু শ্রমিক দিয়ে মাসের পর মাস কাজ করানো হয়, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা মন্তব্য করেন—
“শিশু সুরক্ষা আইন মানা হচ্ছে না। শিশুদের অকালেই শ্রমের বাজারে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষার হার কমছে, ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।”

ঘটনার পর হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলীম শ্রমিকদের সাথে কথা বলেন এবং গার্মেন্টস মালিকের সঙ্গেও যোগাযোগ করেন। তিনি বিকেল ৩টা ৫০ মিনিটের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ দেন।
কিন্তু অভিযোগ অনুযায়ী, মালিকপক্ষ সেই নির্দেশও উপেক্ষা করে উল্টো জানান—
“আমি টাকা দিতে পারব না।”

শ্রমিকদের ভাষায়—
“যাদের আমরা দেশের অর্থনীতির রেমিট্যান্স যোদ্ধা বলি, সেই শ্রমিকরাই পাচ্ছেন না ন্যূনতম সুযোগ-সুবিধা।”

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *