মিথুন কর্মকার আমতলী বরগুনা
চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আমতলী উপজেলার চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্থানীয় চুনাখালী বাজারে নগদ টাকা উত্তোলন করেছেন।
শনিবার স্থানীয় চুনাখালী বাজারের ভাসমান দোকানদার ও বাজারে আসা ব্যক্তিবর্গ বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে। আজ সারা দিন তারা ১৯ হাজার ৪০০ টাকা উত্তোলন করেছেন।
রবিবার শিক্ষার্থীরা চুনাখালি মাধ্যমিক বিদ্যালয়, ১৩নং চুনাখালি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোজখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আকবারিয়া মাদ্রাসা, সাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়,কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়,মহিষকাটা মাদ্রাসা থেকে বন্যার্তদের জন্য নগদ অর্থ উত্তোলন করেন। শিক্ষার্থীরা শনিবার ও রবিবার দুই দিনে ২৪৩২৬ টাকা উত্তোলন করেন
বানভাসিদের জন্য উত্তোলনকৃত নগদ অর্থ শিক্ষার্থীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন বলে জানিয়েছেন।
চুনাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মশিউর রহমান বাহাউদ্দীন বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রিন ইউনিভার্সিটি অধ্যয়নরত শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্যই আমরা নগদ টাকা তুলেছি। এলাকার অনেক মানুষই আছেন যারা বানভাসি মানুষকে সাহায্য করতে চান কিন্তু পারে না। এজন্য আমরা তাদের দেওয়া নগদ টাকা তুলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিব। এ বিপদের সময় নিজ নিজ জায়গায় থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আসিফ মীর আতিক বলেন, বন্যার্তদের জন্য কিছু করা প্রয়োজন এজন্য বন্ধু ও ছোটভাইদেরকে সাথে নিয়ে টাকা তুলেছি। মানুষের কল্যাণে কাজ করতে পারলে নিজের কাছেই ভালো লাগে।
টাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, বাহাউদ্দিন
নাজমুল,তিসান,আতিক,আরিফ,শুভ,মিথুন কর্মকার ,রেজাউল,মাহিদ, হৃদয়,জায়েদ,রিয়াদুল, ওবায়দুল প্রমুখ।