অপরাধ সময় ঃ- সম্মানিত আমীরে জামায়াতের নসিহা- সম্মানিত দায়িত্বশীল ভাই ও বোনেরা.. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি-
১. জামায়াত নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল করায় কোন ধরনের আনন্দ মিছিল করতে সম্মানিত আমীরে জামায়াত নিষেধ করেছেন।
২. এর পরিবর্তে তিনি ২ রাকাত নফল নামাজ, ১টি নফল রোজা রাখতে বলেছেন।
৩. বেশী বেশী দান/সদকা করা।
আল্লাহ আমাদের তৌফিক দিন। আমীন